মুজিববর্ষ এ্যাওয়ার্ডে ভূষিত হলেন আশাশুনির প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি

নিউজ- ২, (ফটো-২)


মশাল ডেস্ক: শিক্ষা বিস্তার ও মানবসেবায় বিশেষ অবদান রাখায় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার কচিকে মুজিব বর্ষ বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত করা হয়েছে। মুজিব শতবর্ষে মুজিব স্মরণে ও অতীশ দীপঙ্করের জীবনাদর্শ এবং অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা শীর্ষক আলোচনা সভায় মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে এ এ্যাওয়ার্ডে প্রদান করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাড. মফিজ উদ্দীন আহম্মদের সভাপতিত্বে গত ৩১ অক্টোবর ঢাকার সেগুন বাগিচা চাইনিজ রেস্টুরেন্টে মুজিব শতবর্ষে মুজিব স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ভাষাসৈনিক রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. তারাপদ ভৌমিক। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষা বিস্তার ও মানবসেবায় বিশেষ অবদান রাখায় গুনিজন হিসেবে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার কচিকে বিশেষ সম্মাননা স্মারক ও এ্যাওয়ার্ডে প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। এদিকে মুজিব বর্ষ এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় প্রধান শিক্ষক কামরুন্নাহার কচিকে তার বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ আশাশুনির বিভিন্ন পর্যায়ের গন্যমান্য বক্তিবর্গ অভিনন্দন প্রধান শিক্ষক কামরুন্নাহার কচিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *