1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:২১ অপরাহ্ন
২১ চৈত্র, ১৪৩১
Latest Posts
📰কিষান মজদুর ইউনাইটেড একাডেমী স্কুলে ৬০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত📰আশাশুনিতে যুগল প্রেমিকার আত্মহত্যা📰জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার ট্রাইব্যুনালের📰বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা📰সাতক্ষীরায় কাজী আহসান হাবিব সম্রাটের আয়োজনে পথচারীদের ইফতার বিতরণ📰সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 📰সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা📰ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা পরিবহন কাউন্টারে মনিটারিং📰সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন📰চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

পাইকগাছায় ফিশারিজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৩৮ সংবাদটি পড়া হয়েছে


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ অবহিতকরণ সভার আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনার বিভাগীয় উপ-পরিচালক নারায়ন চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, প্রকল্পের খুলনা বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, এসডিএফ প্রকল্প সমন্বয়কারী আব্দুল বারি আনসারী। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক কর্মকর্তা রওনক ফেরদৌস। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, প্রকল্পের ক্লাস্টার অফিসার নাসিম আহম্মেদ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, মৎস্য ব্যবসায়ী সংগঠনের সভাপতি আব্দুল জব্বার, শেখ রফিকুল ইসলাম, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও আল-আমিন। সভায় বক্তারা বলেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন মানের উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন, পরিবেশ সুরক্ষিত রেখে উপকূলীয় এবং সামগ্রীক মৎস্যজীবীদের অবদান বৃদ্ধি করা। অতিদরিদ্র ও দরিদ্র মৎস্যজীবী কমিউনিটি সদস্যদের অংশগ্রহণের ভিত্তিতে বিকল্প আয়ের মাধ্যমে জীবনমান এর টেকসই উন্নয়ন নিশ্চিত করা। প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের ১৩টি জেলার ৪৫টি উপজেলার পিছিয়ে পড়া ৪৫০টি গ্রাম অন্তর্ভূক্ত করা হয়েছে। ৬০ হাজার মৎস্যজীবী পরিবারকে এই প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd