বিশেষ প্রতিবেদক,তালা: উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণে পরিকল্পনাপত্র মূল্যায়নে ১ম পুরস্কারটি পেলেন সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কৃষিবিদ মুরশীদা পারভীন পাঁপড়ি। সোমবার (২ অক্টোবর) পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ায় প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে মূল্যায়ন শেযে প্রধান অতিথি (আর,ডিএ’র পরিচালক একমাত্র বিজয়ী হিসাবে মুরশীদা পারভীন পাঁপড়ির হাতে পুরস্কারটি তুলে দেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে “একটি গ্রামকে কিভাবে দারিদ্র মুক্ত করতে পারি” এ বিষয়ের উপর অংশগ্রহণকারীদের নিকট বাস্তবায়নযোগ্য বা বাস্তবসম্মত পরিকল্পনা আহবান করা হয়। পেশকৃত পরিকল্পনাপত্র সমূহ মূল্যায়ন শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। যাতে অংশগ্রহণকারী ছিলেন তার মধ্যে ৬টি উপজেলার, উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, ভাইস চেয়ারম্যানগণ, উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ মোট ৭২ জন।
মুরশীদা পারভীন পাঁপড়ী বলেন,উপজেলার একটি সুনির্দিষ্ট গ্রাম বা ওয়ার্ডকে কিভাবে দারিদ্র্য মুক্ত করা যায় সবাইকে তার বাস্তবসম্মত সুনির্দিষ্ট উপায় বা বাস্তবায়নযোগ্য পরিকল্পনাধারা সমূহ অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে। সবচেয়ে যেটা সবচেয়ে বাস্তবসম্মত ও সঠিক হবে তার মধ্য থেকে একজনকে পুরস্কৃত করা হবে।সেই পুরষ্কারটি আমি পেয়েছি। তালা উপজেলার জনগণই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে, তাই আমি মনে করি এ প্রাপ্তি ,সম্মান ও গৌরব তালা উপজেলাবাসীর।
পরিকল্পনা ও সেবা প্রদান সংক্রান্ত মূল্যায়নে তালার ভাইস চেয়ারম্যান পাঁপড়ি ১ম

Leave a Reply