নূর হোসেন দিবসে শ্যামনগরে জাসদের মশাল মিছিল


সংবাদ বিজ্ঞপ্তি: সিপাহী জনতার অভ্যুথান ও শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জাসদ শ্যামনগর উপজেলার পক্ষ থেকে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধার পর শ্যামনগর সরকারী হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্তর থেকে শুরু করে বনার্ঢ্য এ মিছিল শ্যামনগরে প্রধান প্রধান সড়ক ঘুরে শ্যামনগর বাস ষ্টান্ড সংলগ্ন চৌ রাস্তার মোড়ে সমাবেশের মাধ্যামে সমাপ্ত হয়। সমাবেশে জাসদ শ্যামনগরে সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশারাফ সভাপতিত্ব করেন। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ সভাপতি ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঘল আলতাপ হোসেন প্রমুখ। বক্তারা বলেন বর্তমান সংকট থেকে দেশকে রক্ষা করতে প্রয়োজন সুশাসনের লক্ষে দূর্নীতি, দলবাজী, চাদাঁবাজী যৌন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *