নুর হোসেন দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন


ন্যাশনাল ডেস্ক: এরশাদ সামরিকজান্তা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মহান শহীদ নুর হোসেনের আত্মবলিদান দিবসে গতকাল ১০ নভেম্বর সকাল ৯-৪০টায় শহীদ নুর হোসেনের স্মৃতি বিজড়িত নুর হোসেন স্কয়ারে জাসদ ও সহযোগী সংগঠনসমুহের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, শওকত রায়হান, কোষাধক্ষ্য মোঃ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ সুমন, জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, আইন বিষয়ক সম্পাদক এড. সেলিম, পরিবেশ বিষয়ক সম্পাদক এড. নিলাজনা রিফাত সুরভী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল ইসলাম সুমন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য এড. আবু হানিফ, বাংলাদেশ ছাত্রলীগ সহ-সভাপতি মাসুদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু সহ জাসদ ও সহযোগী সংগঠনসমুহের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *