দেবহাটা উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেলেন মুজিবর

  • দেবহাটা সংবাদদাতা:

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের টানা দুই বারের নির্বাচিত সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুজিবর রহমান।

শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মুজিবর রহমানকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা সতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, গত ৭ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি মৃত্যুবরণ করায় শুন্য হয় গুরুত্বপূর্ণ এ পদটি। সম্প্রতি ওই উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে মুজিবর রহমান ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল গনির পুত্র আব্দুর রাজ্জাক রনি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম ও জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *