দেবহাটা সংবাদদাতা: “মাদককে না বলুন, জীবনকে সুন্দর করুন” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটার পারুলিয়াস্থ স্বে”ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে মাদক বিরোধী সাইকেল র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা সহ সর্বস্তরের জনগনকে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার লক্ষ্যে দেবহাটায় এই প্রথম সবচাইতে বড় মাদক বিরোধী প্ররোচনামূলক সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। ২ নভেম্বর সোমবার সকাল ৯ টায় বহেরা বাজারে অবস্থিত শহিদ মিনারে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনের পরে কুলিয়া বাজারে পথ সভায় বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।পারুলিয়ায় শহীদ আবু রায়হান চত্ত্বরে পথ সভায় রখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। সখিপুরে পথ সভায় বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও দেবহাটা থানার তদন্ত ওসি উজ্জ্বল কুমার মৈত্র।গাজীরহাট বাজারে পথ সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার মহিলা এস আই হাসিনা বেগম।
দেবহাটা উপজেলা সদরে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সবেক যুগ্ন সম্পাদক আনোয়ারুল হক। পথসভা সমুহে সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। পথ সভা শেষে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ফেয়ার মিশনের সভাপতি কাদের মহিউদ্দিন।
Leave a Reply