কালিগঞ্জে মা মারিয়ার গির্জায় ফাদার জয় সলোমন মন্ডল এর অভিষেক


কালিগঞ্জ শহর প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চাঁচাই গ্রামে অবস্থিত মা মারিয়ার গির্জায় ২৩ নভেম্বর সোমবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে নব অভিষিক্ত ফাদার জয় সলোমন মন্ডল যাজকীয় অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সকালে বাদ্য যন্ত্র বাজিয়ে উৎসব মুখর পরিবেশে নব অভিষিক্ত ফাদার জয় সলোমন মন্ডলের প্রথম ধন্যবাদের খ্রীষ্টযোগ ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধমে অভিষিক্ত সঞ্চে আনা হয়। এসময় সকলেই ফুল সিটিয়ে ফুলের মালা দিয়ে এবং করতালীর মাধ্যমে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল কারিতাসের ধর্ম প্রদেশ বিশপ জেমস্ রোমেন বৈরাগী। ফাদার যাকোব বিশ্বাস, ভিকার জেনারেল, ফাদার দানিয়েল মন্ডল, নরেন বৈদ্য, ফাদার ফিলিপ মন্ডল, ফাদার ভিনসেন্ট মন্ডল, ফাদার বিপ্লব বিশ্বাস, ফাদার আনন্দ মন্ডল, ফাদার লরেন্স ভালোক্তি, ফাদার উদয় মন্ডল, মিঃ মার্টিন মিস্ত্রি, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম, ইউনিয়ন পরিষদের সদস্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ক্যাটেথ্রিষ্ট আনন্দ মন্ডল, নব অভিষিক্ত জয় সলোমন মন্ডলকে এসময় স্বর্ণের ও রূপার মালা, ফুলের মালা সহ অন্যান্য উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া তাকে গ্রামবাসী কারিতাস খুলনা অঞ্চল, মারিয়া সংঘ ও ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় দেড় হাজার ব্যক্তিকে প্রীতিভোজ আর আয়োজন করে। যাজক পদে অভিষিক্ত অনুষ্ঠানের উপলক্ষ্যে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *