জহুরুল কবীর: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ (ঝবপড়হফ ডধাব)সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় “জেলা করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক এস, এম, মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত প্রমুখ।
সভায় করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন এর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। করোনা প্রতিরোধে পূর্ববর্তী অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্হিতিকে কাজে লাগিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাতক্ষীরা জেলাতে করোনে প্রতিরোধ সম্ভব বলে মন্তব্য করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply