আশাশুনি প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন


সংবাদ বিজ্ঞপ্তি: আশাশুনি প্রেসক্লাবে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের বিরুদ্ধে মিনা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুই বীর মুক্তিযোদ্ধা। রবিবার সকালে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হিজলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নওশের আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন- ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ইউনিয়নের অসহায় হতদরিদ্র গরীব মানুষের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আম্পানের তান্ডবে লন্ড ভন্ড প্রতাপনগর ইউনিয়নকে পুনর্বাসনে তিনি আপ্রাণ লড়ে যাচ্ছেন। তার উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্ত করতে একটি পক্ষ ষড়যন্ত্র করে যাচ্ছে। চেয়ারম্যানের ভাবমুর্তী নষ্ট করতে দুর্নীতির অভিযোগ তুলে যে উদ্দেশ্য প্রণোদিত যে সংবাদ প্রকাশ করা হয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মিনা ফাউ-েশনের ত্রাণের তালিকা শ্রীউলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের নেতৃত্বে করা হয়েছে। চেয়ারম্যান-মেম্বররা উক্ত তালিকা প্রস্তুত করেনি। তাছাড়া ত্রাণগুলি প্রতাপনগরেও বিতরণ করা হয়নি। মিনা ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্যসেটে সহকারি পুলিশ সুপার (দেবহাটা), আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার উপস্থিতিতে তালিকা অনুযায়ি পানিবন্দী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *