আশাশুনি ব্যুরো: আশাশুনির কুল্যা ইউনিয়নের বাহাদুরপুরে সড়ক নিমাণ কাজ পরিদর্শণ করেছেন কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। বৃহস্পতিবার সকালে তিনি উক্ত পরিদর্শন করেন। কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর মোড় হতে আগরদাড়ী গামী রাস্তায় কার্পেটিং এর কাজ চলছে। এলজিইডির তত্ত্বাবধানে ১ হাজার ৭৫০ মিটার সড়কের নির্মাণ কাজ করা হচ্ছে। কাজে বরাদ্দ হয়েছে ৬৩ লক্ষ টাকা। কাজের অবস্থা ও সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নিতে সরেজমিন গমন করেন কুল্যা ইউপি চেয়ারম্যান । এ সময় তিনি সড়কে ব্যবহৃত বিটুমিন, পিচ, খোয়ার অবস্থাসহ সার্বিক বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট দায়িত্বরতদের সাথে কথা বলেন।
Leave a Reply