আশাশুনি ব্যুরো: আশাশুনিতে পূনঃর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন এর উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ সভার আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে সভায় উপজেলার জোন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/প্রতিনিধিদের অংশ গ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কোভিট-১৯ পরিস্থিতিতে ২০২০ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এসাইনমেন্ট ও মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রতিষ্ঠানের কোন ছাত্রছাত্রী নিকট থেকে কোন প্রকার টাকা গ্রহন না করা, ছাত্রছাত্রী/অভিভাবকদের খবর দিয়ে প্রতিষ্ঠানে নিয়ে প্রশ্নপত্র সরবরাহ করা সহ পরীক্ষা গ্রহনের নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply