তালার কাশিদহ বিলে সরকারি খাল দখল করে মৎস্য চাষ


নভেম্বর ৯ ২০২০

Spread the love

তালা প্রতিনিধি: তালা উপজেলার মাগুরা ইউনিয়নের কাশিদহ বিলের সরকারি জাঙ্গাল খাল দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে। খাসের খালটি উন্মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন এলাকাবাসি। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা মৌজার কাশিদহ বিলের সরকারি জাঙ্গাল খাল দিয়ে আশে পাশের কয়েকটি গ্রামের পানি নিষ্কাশিত হয়। খালের দুধার দিয়ে অসংখ্য মৎস্য ঘের রয়েছে । মৎস্য ঘেরের মালিকরা ঘেরে পাশের খালের অংশ দখল টপ ঘেরে পরিণত করেছে। ফলে কালভার্ট বন্ধ থাকায় খাল দিয়ে পানি নিষ্কাষনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে পরিদর্শনে গেলে এলাকাবাসি জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল জাঙ্গাল খালটি জবর দখল করে দীর্ঘদিন মৎস্য চাষ করে আসছে । এলাকাবাসির অভিযোগ, মাগুরা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হায়দার আলী, হাবিব শেখ, একই এলাকার মোস্ত শেখ, নাদিম শেখ, বাবু শেখ, সবুর শেখ, আফাজ উদ্দীন শেখ নিজেদেরকে প্রভাবশালী দাবী করে এলাকার মানুষ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক খালের কালভার্ট বন্ধ করে মৎস্য চাষ করে আসছে । এবিষয়ে রঘুনাথপুর গ্রামের জাকির শেখ তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সরকারি জাঙ্গাল খাস খালটি উন্মুক্ত করার জন্য এলাকাবাসির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করেছেন।উপজেলা নির্বাহী অফিসার খলিষখালী ইউনিয়ন ভূমি অফিসকে বিষয়টি সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নিদের্শ দিয়েছেন।
এব্যাপারে খলিষখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি । খুব দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালায় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল অ্যারাইজ তেজগোল্ড ধান বীজ বিতরণ
তালা প্রতিনিধি :তালায় আসন্ন ইরি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার করতে হাইব্রিড জাতের অ্যারাইজ তেজগোল্ড ধান বীজ বিতরণ করা হয়েছে । রবিবার (০৮নভেম্বর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড কোম্পানীর আয়োজনে ৩৩৩ জন কৃষকের মাঝে এ ধান বীজ বিরতন করা হয় ।
বিতরন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জসিম উদ্দীন, তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন।
তালা উপজেলা কৃষি অফিসের এসওপিপি আবু জাফরের পরিচালনায় অন্যেন্যর মধ্যে উপস্থিত ছিলেন, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড কোম্পানীর টেরোটরি ইনচার্জ সুব্রত কুমার রায়, ফিল্ড এসোসিয়েট মোঃ হাবিবুর রহমান, সিসিএস সুজিত সাহাসহ তালা উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন