আইনি লড়াই মাত্র শুরু হয়েছে: ট্রাম্প শিবির


আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের বিজয় কোনওভাবেই মেনে নিতে নারাজ ক্ষমতাসীন ট্রাম্প শিবির। নির্বাচনি ফল নিয়ে আগেই আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিল তারা। সোমবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকএনানি বলেছেন, নির্বাচন এখনও শেষ হয়নি। শেষ হওয়ার এখনও অনেক বাকি। আইনি লড়াই মাত্র শুরু হয়েছে।নির্বাচনে কোনও অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কৌঁসুলিদের অনুমতি দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবারের সংবাদ সম্মেলনে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ম্যাকএনানি। তবে এমন অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ হাজির করতে পারেননি তিনি। ম্যাকএনানি দাবি করেন, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে রিপাবলিকান পর্যবেক্ষকদের কেন্দ্রে পর্যাপ্ত প্রবেশাধিকার দেওয়া হয়নি। বরং কর্মকর্তারা ডেমোক্র্যাট ভোটারদেরকে তাদের ভুলভাল ব্যালট ঠিক করে নেওয়ার সুযোগ করে দিয়েছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *