শেখ রাসেলের জন্মদিনে শিশুদের শিক্ষা উপকরণ দিল সাতক্ষীরা জেলা ছাত্রলীগ


প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
রবিবার বিকাল ৫ টায় স্টেডিয়াম সংলগ্ন শিশু পার্কে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দীন হিমেলের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাবেক পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃজাহিদ হাসান, সাবেক পৌর ছাত্রলীগের সাংগঠনিক মাহফুজ আলী সুজল, পৌর ছাত্রলীগের সৈয়দ রহিত মোসলেম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের এজাজুস সালেহিন শীতল, শেখ আসিফ, জিম, মিরাজ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাকিব হোসেন, রাব্বি ও জি এম ফরহাদ প্রমুখ।
১৯৬৪ সালের এই দিনে ধানম-ির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকা- থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি।
বঙ্গবন্ধু ও তার শিশুপুত্র শেখ রাসেলের হত্যায় জড়িত দ-প্রাপ্ত খুনিরা এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক আছে। দ-প্রাপ্ত এসব পলাতক খুনিদের দেশে ফিরিয়েএনে ফাঁসির রায় কার্যকর করা বর্তমানে সময়ের দাবি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *