জহুরুল কবীর : কলারোয়ার ৮ নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন আজ ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠেয় এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচনী লড়াই হবে মূলত: দ্বিমুখী বলে শোনা যাচ্ছে। মুল প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থী হলেন: নৌকা প্রতীকের স.ম মোরশেদ আলী ও মোটর সাইকেল প্রতীকের আব্দুর রউফ সরদার। অপর প্রার্থী হলেন আনারস প্রতীকের নেছার আলি। মোটর সাইকেল ও আনারস প্রতীকের প্রার্থীরাও আওয়ামী লীগ ঘরানার মানুষ। নৌকা প্রতীকে নির্বাচন করছেন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স.ম মোরশেদ আলি। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ সরদার সদ্য প্রয়াত কেরালকাতা ইউপি জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের সহোদর ভাই। উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, ২০ অক্টোবরের এই উপ-নির্বাচন সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, এবার কেরালকাতা ইউনিয়নে মোট ১৭ হাজার ৪শ’ ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করার অনুমতি লাভ করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ৬১ জন ও মহিলা ৮ হাজার ৬শ’ ৮৪ জন। কেন্দ্রের সংখ্যা ৯ টি, আর ভোট গ্রহণ কক্ষের সংখ্যা ৪২টি। তিনি আরও জানান, কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রসঙ্গত: উল্লেখ্য, গত ৩০ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন কেরালকাতা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ সরদার।
Leave a Reply