সামাজকি যোগাযোগ মাধ্যমে ভডিওি ভাইরাল

এসপরি নর্দিশেে প্রতবিন্ধী দুই ভাই-বোনকে নর্যিাতনকারী দুই আসামকিে গ্রফেতার করল পুলশি

জহুরুল কবীর: গত ১৩ আগস্ট বলো সাড়ে ১১ টারদকিে সাতক্ষীরা শহররে প্রাণ সায়রে খালরে সাকনিস্থ ন্যাশনাল র্হাডওয়ার এর সামনে প্রতবিন্ধী দুই ভাই-বোনকে নর্যিাতনরে ঘটনা ঘট।ে

নর্যিাতনরে ঘটনার একটি ভডিওি চত্রি সামাজকি যোগাযোগ মাধ্যমে ছড়য়িে পড়।ে ভডিওি চত্রিটি সাতক্ষীরার পুলশি সুপার মোস্তাফজিুর রহমান এর দৃষ্টগিোচর হয়। তনিি সাথে সাথে নর্যিাতনকারীদরে গ্রফেতাররে নর্দিশে দলিে পুলশি তাদরে আটক কর।ে

এবষিয়ে সাতক্ষীরা সদর থানার অফসিার ইনর্চাজ মোঃ আসাদুজ্জামান বলনে, প্রতবিন্ধীদরে নর্যিাতনকারী মূল আসামি মোঃ কামাল হোসনে নকিারী এবং নর্দিশেদাতা ও প্ররোচনাকারী আজজি নকিারী দরে গ্রফেতার করা হয়ছে।ে এ সংক্রান্ত,ে প্রতবিন্ধী দুই ভাই-বোনরে মামা এজাহার দাখলি করলে সাতক্ষীরা থানার মামলা নম্বর ৪৫ রুজু হয়। আসামি ০২ জনকে বজ্ঞি আদালতে প্ররেণ করা হয়ছেে বলে ও জানান তনি।ি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *