নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ৫০ বোতল ফেনসিডিল সহ আট মাদক মামলার আসামি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বহেরা উত্তর পাড়ার নছিমুদ্দনের বাড়ির সামনের রাস্তায় ফেনসিডিল বিক্রি কারার সময় তাকে গ্রেফতার করাহয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন দেবহাটা উপজেলার বহেরা উত্তর পাড়ার মৃত আহম্মদ আলী মৃধার ছেলে হাসান মৃধা।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরী জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মুনিরুল ইসলাম, এএসআই মোঃ নাসির উদ্দিন ,রাজু আহমেদ কে সাথে নিয়ে দেবহাটার বহেরা থেকে হাসান মৃধা নামের এক মাদক ব্যবসায়ী কে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করি। আটককৃতের নামে আট টি মাদক মামলা রয়েছে। সে বহুদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। মাদকের মামলাদিয়ে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Leave a Reply