শ্রীউলা ও শোভনালীতে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত


আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার শ্রীউলা ও শোভনালী ইউনিয়নে বিট পুলিশিং র‌্যালী ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী উক্ত র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভনালী ইউনিয়ন পরিষদের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আশাশুনি থানার বিট অফিসার, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড় ও আঃ আজিজ প্রমুখ আলোচনা রাখেন। স্থানীয় ব্যক্তিবর্গ ও স্কুলের ছাত্র ছাত্রীরা কর্মসূচিতে অংশ নেন।
এছাড়া শ্রীউলার নাকতাড়া বাজারে ৭নং শ্রীউলা ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ও এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। এসময় এএসআই সাইফুল ইসলাম, মহিলা মেম্বার তহমিনা জোয়ার্দার, সাবেক মহিলা মেম্বার রুমাইয়া, স্বরসতী প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *