শ্যামনগরের গাবুরায় ভয়াবহ নদী ভাঙ্গন

জহুরুল কবীর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নদী বেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরাতে আবারো ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গত সোমবার ভোরের দিকে গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে মিজানুর রহমানের বাড়ি হতে রশিদ মোড়লের দোকান পর্যন্ত সাড়ে ৩শত ফুট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ কপোতক্ষ নদীতে বিলিন হয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। এসময়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সেচ্ছা শ্রমের ভিক্তিতে ভাঙ্গন কবলিত স্থানটি মাটি ও মাটির বস্তা দিয়ে বেঁেধ ফেলেছে।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহিম জানান, ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে কপোতক্ষ নদীতে প্রবল জোয়ারের আঘাতে ওই স্থানটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। সে সময় পাউবো কর্তৃপক্ষ তড়িঘড়ি ভাবে বিকল্প রিং বাধ নির্মান করে। পরবর্তীতে ওই রিং বাধটি সংস্কার না করায় কপোতক্ষ নদীতে প্রবল জোয়ারের ¯্রােতে আবারো বিলীন হয়ে যায় রিং বাঁধটি। পাউবো কর্তৃপক্ষের গাফিলতির কারনে বারবার নদী ভাঙ্গন সৃষ্টি হচ্ছে স্থানীয় ফিরোজ ও কাদের সহ অনেকের অভিযোগ।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, পাউবো কর্তৃপক্ষকে বারবার তাগেদা দেওয়ার পরেও কাজের কাজ কিছু হয়নি। জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কার করা না হলে সমগ্র গাবুরা ইউনিয়ন তলিয়ে চিংড়ি ঘের সহ জানমালের ব্যপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা বিদ্যমান।
সংশ্লিষ্ট ১৫ নং পোল্ডারের পাউবো সেকশান অফিসার (এসও) সাজ্জাদুল ইসলাম ভাঙ্গনের সত্যতা স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। ভাঙ্গন মেরামতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *