নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পালা শেষ, রাত পোহালেই আসবে সাতক্ষীরা জেলা থ্রি-হুইলার মহেন্দ্রা, এন,পি, জে মালিক সমবায় সমিতির ভোট। আগামীকাল ২২শে অক্টোবর বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা থ্রি-হুইলার মহেন্দ্রা, এন,পি,জে মালিক সমবায় সমিতি লি: রেজি: নং-৪২/সাত এর ত্রি-বার্ষিক নির্বাচন। সেই উপলক্ষে দলে দলে বাহির হচ্ছে প্রাথীরা। স্ট্যান্ড গুলোতে বইছে নির্বাচনী আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের মাঝে ভোটের দাওয়াত দিচ্ছে প্রাথীরা। মাঠে-ঘাটে, চায়ের দোকানে, বাজারে, দোকানে বইছে নির্বাচনের জোয়ার, এ যেন জাতীয় নির্বাচন হচ্ছে। মঙ্গলবার কুলিয়া বাজার সংলগ্ন স্ট্যান্ড, আশু মার্কেট ও সাতক্ষীরার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় সমার্থনে এগিয়ে আছে সভাপতি প্রাথী আ: গফ্ফার ও সাধারন সম্পাদক প্রাথী সেলিম(বাবু) পরিষদ। তবে মানুষের মুখে মুখে সভাপতি প্রাথী আ: গফ্ফারের নাম। এছাড়া প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে এস.এম শাহিনুর রহমান পরিষদ তিনিও কোন দিক থেকে পিছিয়ে নেই, ভোটারাও তাকেও খুব আশ্বাস দিচ্ছেন, তবে এদের প্যানেলে কোন সভাপতি প্রাথী নেই। অন্যদিকে স্বতন্ত্রপ্রাথী হিসাবে সভাপতি পদে মাঠে নেমেছে তরিকুল ইসলাম। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন তিনি। ভোটারও তাকে আশ্বাস দিচ্ছেন। তবে কারা নির্বাচিত হবে সেটা বোঝা যাবে নির্বাচনের পর। জানা যায়, নির্বাচনের জন্য প্যানেল তৈরী হয়েছে দুইটি। প্রাথী ২৩জন এবং স্বতন্ত্রপাথী ১জন। একজন ভোটার ১২টি ভোট দিতে পারবে। ভোটার সংখ্যা প্রায় ২৪৪জন। একজন ভোটার জানান, আমরা চাই যোগ্য প্রাথী জয়ী হোক। আমাদের ন্যায্য অধিকার আমরা পেতে চাই। আমরা সঠিক প্রাথীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। সভাপতি প্রাথী আ: গফ্ফার বলেন, আমি চাই সমিতির সদস্যরা তাদের ন্যায্য অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। আমি সমিতির কল্যানের জন্য কিছু করতে চাই। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলেও ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররা।
Leave a Reply