নিজস্ব প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিজয়া দশমীতে করোনা পরিস্থিতিতে উপেক্ষা করে সাতক্ষীরার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় সদর ইউনিয়নের ধুলিহর, ব্রহ্মরাজপুর বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শকন ও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। করোনা কালের এই দূর্গা পূজায় জেলা আওমীলীগের নেতৃবৃন্দদের কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ উচ্ছ্বাসিত। সাম্প্রদায়িক সম্প্রীতি এভাবে বজায় রাখতে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে পাশে চান।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের নেতৃত্বে পূজা মণ্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, দপ্তর সম্পাদক উপাধাক্ষ শাহাজান সিরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম, সদস্য লোকমান মিয়া,আজহারুল ইসলাম, যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান ,সাবেক ছাত্রনেতা তানভীর কবীর রবিন, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন,সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম সহ ছাত্রলীগের ও যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply