পাইকগাছার দেলুটির ডিহিবুড়া খাল অবমুক্ত করার দাবী এলাকাবাসীর


পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কৃষি অধ্যুষিত এলাকার ডিহিবুড়া খাল কৃষি ফসল ও পানি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের লক্ষে এলাকাবাসী স্থায়ীভাবে অবমুক্ত করার দাবী জানিয়েছেন। খালটি জনসাধারণের ব্যবহারের জন্যে সরকারের বিভিন্ন মহলে আবেদন করলেও একটি মহল ইজারার আওতায় আনার চেষ্টা করছে।
উল্লেখ্য, উপজেলার দেলুটি ইউনিয়নে ডিহিবুড়া খাল অবস্থিত এবং ইউনিয়নের ২২নং পোল্ডারের ভিতর দিয়ে প্রবাহিত এই ডিহিবুড়া খাল। হরিণখোলা, দারুনমল্লিক, কালিনগর গ্রামের কৃষকরা কয়েক বছর ধরে এ খালটির পানি দিয়ে কৃষি চাষ করে আসছে। খালের সংরক্ষিত মিষ্টি পানি ব্যবহার করে এলাকার শত শত কৃষকরা তরমুজ, ধান, বাঙ্গি, তিল সহ অর্থকরী ফসল উৎপাদন করে থাকে। জনস্বার্থের কথা বিবেচনা করে গত ৩ বছর খালটির ইজারা বন্ধ রাখা হয়। সম্প্রতি নীতিমালা উপেক্ষা করে একটি মহল এ বছর খালটি ইজারা প্রদানের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি ইজারা দেওয়া হলে লবণ পানির প্রভাবে এলাকার কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হবে এমন আশংকায় এলাকাবাসী টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মিষ্টি পানি সর্বোচ্চ ব্যবহার ও কৃষি উন্নয়নের জন্য খালটি স্থায়ীভাবে অবমুক্ত রাখার দাবীতে রোববার সকালে উগজেলা নিবাহী অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষে সুবোধ রায়, মনোয়ারা, ইব্রাহিম গাজী, কালী দাশ মন্ডল, কৌশিক মন্ডল সাক্ষরিত আবেদন করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *