নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা নারী ও শিশু অধিকার ফোরাম এসব কর্মসূচি পালন করে।
মানববন্ধনে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এর আগে সালেহা হক কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি ছিলেন শের আলী, সুমন রহমান ও খুরশিদ জাহান শিলা।
সভায় সাতক্ষীরা জেলা নারী ও শিশু অধিকার ফোরামের কমিটি গঠন করা হয়।
Leave a Reply