1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
৮ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 📰আশাশুনির গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এতিমের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য রোধের আবেদন📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত

দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে দেবহাটার বিভিন্ন সংগঠন।
শুক্রবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানান ও মিষ্টিমুখ করান। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সখিপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পৃথকভাবে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবীর হীম, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বরত আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহষ্পতিবার উৎসব মূখর পরিবেশে সম্পূর্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২০ জন ভোটারের মধ্যে প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ২০ ভোটের মধ্যে ১৬টি ভোট পেয়ে দেবহাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং কার্যনির্বাহী সদস্য পদে এসএম নাসির উদ্দীন ও এমএ মামুন প্রত্যেকে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
পাশাপাশি কোন প্রতিদ্বন্দী প্রার্থী নাথাকায় বিনা প্রতিদ্বন্দীতায় আব্দুর রব লিটু সভাপতি, রশিদুল আলম রশিদ সিনিয়র সহ-সভাপতি, আবু হুরাইরা ও প্রভাষক রাজু আহম্মেদ সহ-সভাপতি, মোমিনুর রহমান ও নির্মল কুমার মন্ডল যুগ্ম সম্পাদক, মীর খায়রুল আলম সাংগঠনিক সম্পাদক, কবির হোসেন অর্থ সম্পাদক, আজিজুল হক আরিফ দপ্তর সম্পাদক এবং আরাফাত হোসেন লিটন সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd