দেবহাটায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দেবহাটা বিজয়ী


দেবহাটা সংবাদদাতা: দেবহাটায় ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা আরআরপি ক্লাব বিজয়ী হয়েছে। দেবহাটার সখিপুর যুব সংঘের সার্বিব ব্যবস্থাপনায় সখিপুর কেবিএ কলেজ মাঠে বুধবার বিকাল ৪ টায় উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ। সখিপুরের বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহন করে দেবহাটার পাচপোতা আরআরপি ক্লাব ও অন্যদিকে অংশগ্রহন করে কালীগঞ্জ উপজেলা উত্তরশ্রীপুর জাগরনী ক্লাব। খেলায় ১-০ গোলে দেবহাটা বিজয়ী হয়। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন নাছির উদ্দীন পিন্টু। তাকে সহযোগীতা করেন মিজানুর রহমান ও দিলীপ কুমার। এছাড়া তৃতীয় রেফারী হিসেবে ছিলেন রফিকুল। আগামী ২৫ অক্টোবর রবিবার একই মাঠে ভাড়–খালী প্রগতি সংঘ বনাম রামিন স্পোর্টস একাডেমীর মধ্যে ২য় খেলা অনুষ্ঠিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *