দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় থানা পুলিশের অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন এবং চুরি মামলায় ১ জন আসামী আটক হয়েছে। ফেন্সিডিল গ্রেফতারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার বিপ্লব কুমার সাহা ও ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্রের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-১৮/১০/২০২০ তারিখ এসআই(নিঃ) আবু হানিফ সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) রসিদুল ইসলাম এবং এএসআই(নিঃ)/ সোহেল উদ্দীন এর সহায়তায় দেবহাটার মাঝ সখিপুর গ্রামস্থ ফুটবল খেলার মাঠ সংলগ্ন জনৈক শফিকুল ইসলাম গাজীর বাড়ীর সামনে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের উপর ৪৪ বোতল ফেন্সিডিল সহ আসামী ১। মোফাজ্জেল (২৪), পিতা- আহমেদ আলী গাজী, সাং- নওয়াপাড়া, থানা- দেবহাটা ও ২। হারুন (২৬), পিতা- নজরুল মোড়ল, সাং- কাজলা কাশিবাটি, (এপি সাং শ্বশুর বাড়ি- নাংলা , নওয়াপাড়া, দেবহাটা), থানা-কালিগঞ্জ, উভয় জেলা-সাতক্ষীরাদের আটক করেন। তাদের বিরুদ্ধে এসআই আবু হানিফ দেবহাটা থানায় ৯ নং মামলা দায়ের করেছেন। এছাড়া অপর এক অভিযানে এসআই(নিঃ)/ আসিফ মাহমুদ চুরি মামলার হাসান আলী (৪০), পিতা-শমসের আলী সরদার, সাং- নওয়াপাড়া মির্জাপুর, থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply