দেবহাটায় অসহায়দের মধ্যে জার্মান এ্যাম্বাসেডরের ত্রান বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অসহায়দের মধ্যে জার্মান রাষ্ট্রদূত ত্রান সামগ্রী বিতরন করেছেন। রবিবার (২৫ অক্টোবর) ২০২০ ইং তারিখ সকাল ৯ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভলপমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের ডেপুটি চার্জ দ্যা এ্যাফেয়ার্স মিস কনসটানজা জাহরিনজার। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মুনীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *