প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর ডা. আ. ফ. ম রুহুল হক এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার রাতে সাংসদের নলতাস্থ গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান বাবু, সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, আব্দুল মোমেন খান চৌধুরি সান্টু, অতিরিক্ত সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, সদস্য আক্তারুজ্জামান মুকুল, কবিরুজ্জামান রুবেল, ইকবাল কবির খান বাপ্পি প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং সাতক্ষীরা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরিত করার জন্য পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
Leave a Reply