জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, টি এন্ড টি কর্মচারী ইউনিয়নের সাবেক নেতা মোহাম্মদ হোসেন (৬৮) আর নেই। গত রাত ৩ টায় মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…………….রাজিউন)। তিনি দীর্ঘ দিন যাবৎ কিডনী জনিত জটিল রোগে ভুগছিলেন। আজ সকাল ৮ টায় মগবাজার টিএন্ডটি কলোনী জামে মসজিদে মরহুমের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ বাদ আছর লক্ষীপুর জেলার রামগতি উপজেলাধীন চর সেকান্তর গ্রামস্থ নিজ বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহচর, আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে মোহাম্মদ হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ হোসেন এর মৃত্যুতে রামগতির মানুষ একজন সাহসী, নির্মোহ রাজনীতিবিদ ও সমাজ সেবককে হারালো। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply