জহুরুল কবীর: পুলিশ কন্সটেবলসহ বিভিন্ন সরকারি পদে চাকুরি দেওয়ার নামে অন্ততঃ কুড়ি জনের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নুরুল ইসলাম নামের এক প্রতারককে গ্রেফতার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবদুস সামাদের ছেলে। সে বিভিন্ন সময়ে শ্যামনগর সহ সাতক্ষীরা জেলার একাধিক ব্যক্তির নিকট থেকে চাকুরি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ ইয়াসিন আলম চৌধুরী জানান চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার ২০ টি লিখিত অভিযোগ রয়েছে আমাদের হাতে। এই অভিযোগে মঙ্গলবার গভীর রাতে রাতে নুরুল ইসলামকে গোপালগঞ্জ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। সে বহুদিন যাবত পালিয়ে ছিল।
তিনি আরও জানান, আটক নুরুল ইসলাম সরকার দলীয় উচ্চপর্যায়ের নেতাদের সাথে ছবি তুলে তাদের নাম ভাঙ্গিয়ে প্রতারণা চালিয়ে আসছিলো সে। তার বিরুদ্ধে আগের দুটি প্রতারণার মামলা রয়েছে। একাধিক প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে ও জানান তিনি।
Leave a Reply