খুলনায় শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা, কেককাট ও পুরস্কার বিতরণ করা হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আলমগীর করিব, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন কুমার গুহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে সকালে খুলনা শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একই স্থানে শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স এর উদ্যোগে কেককাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *