কুল্যা ইউপি চেয়ারম্যানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন


আশাশুনি ব্যুরো: আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী ইউনিয়নের বিভিন্ন শারদীয়া দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন। রবিবার বিকাল ৩ টা থেকে রাত্র ১১ টা পর্যন্ত তিনি মটর সাইকেল বহর নিয়ে ইউনিয়নের কুল্যা রাজবংশী পাড়া দুর্গাপূজা মন্ডপ ও অন্য আরেকটি মন্ডপ, আরার দাশপাড়া মন্ডপ, হামকুড়া মন্ডপ, কচুয়া ঘোষপাড়া মন্ডপ, মহিষাডাঙ্গা মন্ডপ, নাথ পাড়া মন্ডপ, গাবতলার দু’টি মন্ডপ, বাইনবশত মন্ডপ ও সবশেষে গুনাকরকাটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসব মন্ডপে গিয়ে তিনি আগত ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং প্রত্যেক মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, ২নং ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী আঃ বারী, আ’লীগ নেতা আঃ সামাদ, ২নং ওয়ার্ডের প্রাক্তন সভাপতি লুৎফর রহমান, আ’লীগ নেতা শামছুর রহমান গাজী, শংকর ঘোষ, দন্ত চিকিৎসক এসকে রাজা, আঃ মোমিন, তুহিন প্রমুখ তার সাথে ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *