নিজস্ব প্রতিবেদক:কালিগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১হাজার ২শ’ পিস ইয়াবা, নগদ ৩৮ হাজার টাকা সহ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনি (৪৮) সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর ও রাত সাড়ে ৯টার দিকে নাজিমগঞ্জ বাজার এলাকার একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন, যশোরের শার্শা উপজেলার জামতলা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ইমরান হোসেন (২৬), গিলাতলা এলাকার মোস্তফা কাইয়ুম এর ছেলে জাহিদ পারভেজ (৪০), কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মৃত শেখ শহীদ এর ছেলে মনিরুজ্জামান মনি (৪৮), মৌতলার রাফায়াত আলী (৪৭) ও তার ছেলে ঈশান (১৮)। কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply