কলারোয়ায় ইউপি চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকার ভিপি মোরশেদ নির্বাচিত

কলারোয়া সংবাদদাতা: প্রশাসনের নজরকাঁড়া নিরাপত্তায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী স.ম গোলাম মোর্শেদ (ভিপি মোর্শেদ) ৬ হাজার ৮০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী স.ম গোলাম মোর্শেদ নৌকা প্রতীকে ৬ হাজার ৮০৫ ভোট, প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের ভাই ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৭৭৭ ভোট এবং নেসার আলী আনারস প্রতীকে ৭৬৪ ভোট পেয়েছেন।
কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুজনিত কারণে ওই পদটি শূন্য হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *