আশাশুনি ব্যুরো: রবিবার আশাশুনি সদরের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কারকৃত স্কুল ভবনের উদ্বোধন করা হয়েছে। আম্ফানে বিধ্বস্থ কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের নির্মীত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফিরোজ আহমেদ। মইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের শিক্ষক শফিকুল ইসলাম, সমীতোষ কুমার রায়, ছাত্র ইমামুল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবর্গ লাল ফিতা কেটে সংস্কারকৃত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী মোহনা ও গীতা থেকে পাঠ করে শিক্ষার্থী স্নিগ্ধা মন্ডল। সংগীত পরিবেশ করে শিক্ষার্থী সুতপা মন্ডল।
এছাড়া উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া বিএইচবিপি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সংস্কারকৃত ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে প্রতিষ্ঠানের সভাপতি ওমর ছাকি পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্র্যাক হিউম্যানিটারিয়াল প্রজেক্ট অফিসার জি এম মইনুল ইসলাম, পিটিএ কমিটির সভাপতি নিরঞ্জন কুমার ঘোষ, দাতা সদস্য মোসলেম উদ্দিন শিকারী, প্রধান শিক্ষক কেএম আলমগীর মাহমুদ, সহকারী শিক্ষক করুনা ময় সানা, শাহিনূর আলম, রেবেকা আক্তার, উৎপল মন্ডল, মোঃ ইসহাক প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply