আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের পরিচালনায় সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সুপার সাইক্লোন আম্পানে প্রতাপনগর, আনুলিয়া ও আশাশুনিসহ উপজেলার ভেঙ্গে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত সকল বেড়িবাঁধ টেঁকসই নির্মানে দ্রুত অর্থ বরাদ্দ পেতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য ও দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
Leave a Reply