পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দেশীয় তৈরী ২টি পাইপগান ও ১টি রিভালবার পরিত্যক্ত অবস্থায় থানা পুলিশ উদ্ধার করেছে। শনিবার দুপুরের দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের গেওয়াবুনিয়া স্লুইজ গেটের পাশে এলাকাবাসী মাটি কাটার সময় মাটির নীচে তিনটি আগ্নেয়অস্ত্র দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এবং থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন, দেশীয় তৈরী ২টি পাইপগান ও ১টি রিভালবার পরিত্যক্ত অবস্থায় মাটির নীচ থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply