শ্যামনগরে সাধারনের চলাচলের পথ উন্মুক্ত করায় শান্তি ফিরে পেয়েছে ৩ গ্রামের মানুষ


শ্যামনগর উপজেলায় সাধারনের চলাচলের পথ উন্মুক্ত করায় শান্তি ফিরে পেয়েছে শ্যামনগর উপজেলার যাদবপুর, সোয়ালিয়া ও দেবীপুর এ তিন গ্রামের মানুষ। ভুক্তভোগীরা জানায়, শ্যামনগর উপজেলায় সোয়ালিয়ায় ১/১ খতিয়ানের ৮৮৭ দাগের কিছু অংশের উপর দিয়ে সাধারন জনগন চলাচল করতো। এলাকার প্রভাবশালী ও শৃঙ্খলা ভঙ্গকারী সোয়ালিয়া গ্রামের আরশাদ আলীর পুত্র ওয়াহেদ আলী ও আব্দুল্লাহ গাজী প্রভাব খাটিয়ে জোর পূর্বক উক্ত চলাচলের পথ বন্ধ করে পাকা প্রাচীর দিয়ে ঘর নির্মানের চেষ্টা করছিলো। এ অবস্থায় এলাকাবাসী শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করে। সহকারি কমিশনার (ভূমি) আঃ হাই সিদ্দিকি সরোজমিনে হাজির হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়ে আসেন। তারা কার্যক্রম বন্ধ না করায় গতকাল সহকারি কমিশনার (ভূমি) আঃ হাই সিদ্দিকি ও সদর নায়েব যতিন্দ্রনাথ সরকার ঘটনাস্থলে হাজির হয়ে উক্ত সাধারনের চলাচলের পথ উন্মুক্ত করে দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *