আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার বুধহাটায় সাংবাদিক পরিচয়ে নিকাহ রেজিস্ট্রারের কাছে চাঁদাবাজী করতে গিয়ে ৪ জন মটর সাইকেল ফেলে পালিয়েছেন। বৃহস্পতিবার বিকালে বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে এ ঘটনা ঘটে।
থানা সূত্র ও নিকাহ রেজিস্ট্রার আঃ আলিম জানান, বৃহস্পতিবার বিকার ৩.৩০ টার দিকে সাতক্ষীরা থেকে আব্দুল মান্নান (মোবাঃ ০১৭১৪৫৩৮৯২২২), হাফিজুর রহমান (মোঃ ০১৭৭৭০১৬৪৬৫), মোশাররফ হোসেন (মোঃ ০১৯২৬৯৫৫৯৫১) ও রবিউল ইসলাম (মোবাঃ ০১৯২৭৬০৩০৩৪) বেউলা গ্রামে নিকাহ রেজিস্ট্রারের বাড়িতে গিয়ে উপস্থিত হন। তারা নিজেদেরকে টিভি চ্যানেল থেকে এসেছে (সাংবাদিক) পরিচয় দিয়ে বাল্য বিবাহসহ বিভিন্ন বিবাহ সংক্রান্ত তথ্য চাওয়ার ছলে টাকা দাবীর চেষ্টা করে। বিষয়টি আচ করতে পেরে নিকাহ রেজিস্ট্রার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার এক পর্যায়ে তারা মটর সাইকেল নিয়ে কেটে পড়ার চেষ্টা করলে চাবি কেড়ে নেওয়া হয়। তখন কৌশলে সাংবাদিক নামধারীরা মটর সাইকেল পেলে পালিয়ে যায়। এব্যাপারে থানাকে অবহিত করলে পুলিশ মটর সাইকেল দু’টি থানা হেফাজতে নিয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। চক্রটি ইতিপূর্বে শোভনালী, আশাশুনি সদর ও কালিগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে নিকাহ রেজিষ্ট্রারদের কাছে চাঁদাবাজী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
Leave a Reply