নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদের ব্যবস্থাপনায় এবং মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ছাদেকুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানসৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান,হিসাব কর্মকর্তা মো.আবু হুরায়রা প্রমুখ। উল্লেখ্য এসময় ২৫ কেজী মাছের পোনা অবমুক্তকরন করা হয়।
Leave a Reply