মিথ্যাচারের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভার মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার প্রচেষ্টাকে হেয় প্রতিপন্ন এবং জনপ্রতিনিধিসহ দায়িত্বশীলদের নিয়ে কটুক্তি করা, জনগনকে মিথ্যা তথ্য দেওয়া, গুজব রটানো এবং জনগনের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে মানবন্ধন ও কর্মবিরতি পালিত হয়েছে। গতকাল বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ নাজমুল স্মরনীস্থ মিনি মার্কেটের সামনে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে সাতক্ষীরা পৌর সভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী এবং পৌরসভার ০৯ টি ওয়ার্ডের নাগরিকরা এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন ও ২ ঘন্টার কর্ম বিরতিতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, মহিলা কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, শফিকুল আলম বাবু প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *