সংবাদ বিজ্ঞপ্তি: ভাত-কাজ-চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম-এর উদ্যোগে আজ বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাঠচক্র ফোরাম-এর সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য বেলাল চৌধুরী ও সাদরুল হাসান রিপন।
কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী বলেন, ৬ মাসের করোনা-সংকটে কোটি কোটি মানুষ সংকটে পড়েছে। অনেক মানুষ কাজ হারিয়েছে, অনেক মানুষের উপার্জন কমেছে। সে মানুষের জন্যে সারাদেশে রেশনিং-ব্যবস্থা চালু করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে স্বল্পসুদে ঋণ ও ন্যায্যদামে কৃষি-উপকরণ সরবরাহ করতে হবে। ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে। মালিকরা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করছে না। জনগণের সম্পদ রাষ্ট্রায়ত্ত ২৫ টা পাটকল বন্ধ করে ব্যক্তিগত মালিকানায় তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে সরকারি উদ্যোগে আধুনিকায়নের মাধ্যমে অবিলম্বে চালু করতে হবে। শ্রমিকদের যাবতীয় পাওনা এককালীন পরিশোধ করতে হবে।
শুভ্রাংশু চক্রবর্ত্তী বলেন, নিত্যপণ্যের দামবৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। নিত্যপণ্যের দাম কমাতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চিত। শিক্ষার্থীদের মেসবাড়া ও বেতন-ফি মওকুফ করে শিক্ষাজীবন সচল রাখার দায়িত্ব সরকারকে নিতে হবে।
মৌলিক অধিকারের দাবিতে আন্দোলন-সংগঠন গড়ে তোলার জন্যে কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী গ্রাম-শহরের শোষিত মানুষের প্রতি আহ্বান জানান।
Leave a Reply