সংবাদ বিজ্ঞপ্তি: প্রাকৃতিক দুর্যোগ, নদীর বেড়িবাঁধ ভাঙন ও জলাবদ্ধতা কবলিত উপকূলীয় এলাকা রক্ষার জন্য পৃথক বোর্ড গঠনসহ জেলা নাগরিক কমিটির ২১ দফা দাবী আদায়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরের সামনে অবস্থান, মানববন্ধনসহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মরকলিপি পেশ করবে জেলা নাগরিক কমিটি। আগামী ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হবে। পূর্বঘোষিত কর্মসূচির আলোকে গণস্বাক্ষরসহ উক্ত কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানানো হয়। কর্মসূচি সফল করার লক্ষে শনিবার সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আনিসুর রহিমের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, শেখ আজাদ হোসেন বেলাল, মাধব চন্দ্র দত্ত, আনোয়ার জাহিদ তপন, লায়লা পারভীন সেঁজুতি, এড. মুনিরুদ্দীন, অধ্যাপক ইদ্রিস আলী, এড. আল মাহমুদ পলাশ, জিএম মনিরুজ্জামান, আলী নুর খান বাবলু, আব্দুস সামাদ, এসএম শহীদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply