পৌর মেয়রের হস্তক্ষেপে প্রভাবশালীদের হাত থেকে রাহুমুক্ত পরিবারটি বাড়ীতে প্রবেশের রাস্তা পেল


নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা পৌর মেয়রের হস্তক্ষেপে প্রভাবশালীদের অমানবিক অত্যাচার থেকে রাহুমুক্ত হয়ে বাড়ি প্রবেশ ও চলাচলের রাস্তা ফিরে পেল একটি ভূক্তভোগি পরিবার। সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র কাছে অভিযোগের ভিত্তিতে গত ০২ সেপ্টেম্বর সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের রসুলপুর রজনীগন্ধা আবাসিক এলাকার ব্যাংক কলোনীতে সরেজমিনে গিয়ে মেয়র পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে পাঁচিল ভেঙ্গে দেন এবং বর্বোরতম নির্যাতনের স্বীকার পরিবারটিকে প্রভাবশালীদের হাত থেকে রাহুমুক্ত করেন। ঐ পরিবারটিকে পৌরসভার রাস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেন পৌর মেয়র। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে রাহুমুক্ত পরিবারটিকে দেখতে যান পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌরসভার ০৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী ও মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল।’ এসময় মৃত আসমত আলী’র ছেলে অত্যাচারের স্বীকার ভূক্তভোগি জাহাঙ্গীর আলম এ প্রতিনিধিকে জানান, আমি আমার পরিবার রেখে সৌদি আরবে রাজমিস্ত্রীর কাজ করতে গেলে কিছুদিন পর আওরঙ্গজেব এর ছেলে এই এলাকার প্রভাবশালী মনিরুজ্জামান এবং একই এলাকার কওছার আলী ও ইসমাইল চক্রান্ত করে আমার বাড়ি প্রবেশের দরজার সামনে পাঁচিল তুলে দীর্ঘ ২ বছর পৌরসভার চলাচলের পথ অবরুদ্ধ করে দেয় এবং আমার পরিবারটিকে অবরুদ্ধ করে ফেলে প্রভাবশালী চক্রটি। আমরা খুব কষ্টে এই মই দিয়ে পাঁচিল পার হয়ে অসহায় এর মত জীবন যাপন করেছি। এলাকার কিছু ব্যক্তি আমার পরিবারের পাশে দাঁড়ালেও প্রভাবশালীদের দাপটে কিছুই করতে পারিনি। অমানবিক অত্যাচার সহ্য করে দীর্ঘদিন বাঁশের মই দিয়ে পাঁচিল পার হয়ে ঘরে প্রবেশ করেছে আমার পরিবার। প্রভাবশালীদের অত্যাচার মধ্যযুগীয় বর্বোরাতাকেও হার মানিয়েছে। এই মানুষ রুপি অত্যাচারী হায়েনারা খুবই ভয়ংকার। এদের হাত থেকে রাহুমুক্ত হয়ে পরিবারটি পৌরসভার সকলের জন্য দোয়া করেন। এসময় স্থানীয় এলাকাবাসী পৌর মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সেবার এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। এব্যাপারে এলাকাবাসী ও সচেতন মহল অত্যাচারী প্রভাবশালী ব্যক্তিদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *