দেবহাটা ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটা ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি।
বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় নীলডুমুর থেকে ইছামতি নদী পাড়ি দিয়ে তাকে বহনকারী বিজিবির জলযান সি ট্রাকটি দেবহাটায় পৌঁছায়।
এসময় নীলডুমুর ১৭ বিজিবি’র পক্ষ থেকে বিজিবি মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা জানান অধিনায়ক লেঃ কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, আর্টিলারি।
বিজিবি মহাপরিচালকের সফরকালে বিজিবি’র যশোর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, এনডিসি, খুলনা সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আরশাদুজ্জামান খান, পিবজিবিএম, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার এম মিলটন কবির (জি), বিএনভিআর, ১৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর মুহাম্মদ আনোয়ার হোসেন, এএমসি এবং দেবহাটা কোম্পানী সদরের কর্মান্ডার নায়েব সুবেদার আমিনুল ইসলাম সহ বিজিবি’র উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *