নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাত পোহালে নতুন নতুন ব্যক্তিদের নাম করোনার ডাইরীতে যুক্ত হতে দেখা যাচ্ছে। গত ২৪ ঘন্টায় স্বাস্থ্যকর্মী সহকারী কর্মচারী সহ আরো ২০ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা সনাক্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩১ জন। সনাক্ত হলেন যারা, আশাশুনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কর্মী সুরাইয়া আক্তার, দেবহাটা সখিপুর এলাকার মারিয়া মন্ডল রায়, ঐ এলাকার আব্দুল মজিদ, কালিগঞ্জ ভাড়াশিমলা এলাকার আব্দুর রউফ, বন্দকাটি এলাকার কাশেম আলী গাজী, নলতা এলাকার মর্জিনা শারমিন, তার স্বামী মকসেদুল হক, শহরের রসুলপুর নাহারা খানম, তারপুত্র ফারহান রহমান ও ফয়সাল রহমান, ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সেমত কুমার অধিকারী, চন্দ্রনা রানী অধিকারী, উপজেলা কাছারী অফিসের আব্দুল আলিম, শহরের কদমতলা এলাকার আক্তারুল ইসলাম, ও সুলতানা জুবায়দা, কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের আনছার আলী, তালা সদরের ফজিলা খাতুন, খলিশখালী সাইফুল্লাহ সরদার, সদরের বৈচনা গ্রামের হালিমা খাতুন, শ্যামনগর আবাদচন্ডিপুর গ্রামের গুরুচন্দর। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডা: জয়েন্ত সরকার দৃষ্টিপাতকে জানান সনাক্তদের বাড়ি প্রশাসনের সহযোগিতায় লকডাউন করা হয়েছে। অপরদিকে গতকাল দুপুরে সামেকে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে যশোর জেলার ঝিকরগাছা মাটিঘাটা গ্রামের ওয়াব সরদারের পুত্র আজার (৬০) জানাগেছে, তিনি গতকাল দুপুরে করোনার উপসর্গ নিয়ে সামেকে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
Leave a Reply