খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১২



মেহেদী হাসান, খুলনা প্রতিনিধি
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল, ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৯ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, লবণচরা বুড়ো মৌলভী দরগা রোডের কাশেমিয়া মসজিদের পাশে মোঃ খোকন খাঁ’র ছেলে মোঃ রাজু খাঁ(২৮), বরিশালের আম্বুলা পয়সারহাট এলাকার আলমগীর হোসেনের ছেলে তরিকুল ইসলাম ওরফে আরিফ(২২), ফকিরহাটের সৈয়দ মহল্লার সৈয়দ কেরামত আলীর ছেলে সৈয়দ আশিকুর রহমান(৩৮), একই এলাকার মৃতঃ গাজী সোলায়মানের ছেলে মোঃ কাজী শামীম হাসান(৩২), দিঘলিয়ার সেনের বাজার কলের পুকুর এলাকার মোঃ শহিদুল ইসলাম দুলু’র ছেলে মোঃ মাহমুদুল হাসান ইমন(২৫), বাগেরহাট পিসি কলেজের পূর্ব পাশের মৃতঃ গোবিন্দ কুমার বিশ্বাসের ছেলে আশিক কুমার বিশ্বাস(২৭), খালিশপুর ক্রিসেন্ট বাজার এলাকার মৃতঃ সোহরাব হোসেনের ছেলে মোঃ মাহফুজ আহম্মেদ(৩০), কাস্টম অফিস রেল বস্তি এলাকার মোঃ নাসির উদ্দিন ওরফে নাকিয়ার ছেলে মোঃ মনির হোসেন(৩০), কাস্টম অফিস রেল বস্তির মৃতঃ আমজেদ শেখের ছেলে ৯) সোহাগ শেখ(২৭), বয়রা ক্রস রোড, এ্যাকোয়ার আবাসিকের পাশের মোঃ শহিদ শেখের ছেলে মোঃ বেলাল হোসেন সাগর(২৩), রূপসা পিঠাভোগের আলাইপুর বাজারের পাশের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া(২৫) এবং গোবরচাকা হাজী বাড়ী লেনের শেখ আব্দুল মান্নানের ছেলে শেখ শাহাজাদা হোসেন ওরফে লিটন(৩১)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *