কালিগঞ্জে জাতীয় হিন্দু মহাজোটের মাসিক সভা


কালিগঞ্জ (শহর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৫টায় কালিগঞ্জ উত্তরপাড় কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রতিরাম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল সরদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি স্বপন কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন তারালী আমিয়ান রশিকানন্দ গৌরীয় মঠের অধ্যক্ষ কেশব মহারাজ। সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ শাখার নির্বাহী সভাপতি মাষ্টার প্রভাষ মন্ডল, সহ-সভাপতি বিজিত কুমার মন্ডল প্রমূখ। সভায় মহামারী করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা ও আক্রান্তদের আশু সুস্থ্যতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন আমিয়ান মঠের অধ্যক্ষ কেশব মহারাজ। এছাড়া সম্প্রতি কালিগঞ্জে বিভিন্ন স্থানে দুধর্ষ চুরি হওয়ায় প্রশাসনের সুদৃষ্টি আকর্ষন করা হয় এবং আসন্ন শারদীয় দূর্গাপূজা নীতিমালা মেনে উদ্যাপন ও বিসর্জন সহ জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সদস্যরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *