আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুল্যা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পুকুরে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মৎস দপ্তরের আয়োজনে ২০২০-২১ আর্থিক সনে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলভূমি, প্রাতিষ্ঠানিক পুকুর ও অন্যান্য জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এ দুটি স্থানে মাছের পোনা অবমুক্ত করা হয়। সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের মাছের পোনা অবমুক্তকরণের শুভ উদ্বোধন করেন। এসময় জেলার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ শাহানূর হোসেন মিল্কী প্রমূখ উপস্থিত ছিলেন। অপরদিকে, দুপুরে কুল্যা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মোমিন, উদ্যোক্তা রবিউল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
Leave a Reply